পোরশা (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০৫:৫৯ পিএম
নওগাঁর পোরশা উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১,০৬৮ জন। এর মধ্যে ৯১২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৫.৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫০ জন।
উপজেলার ২৪টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৬৪১ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৪৬৮ জন। পাশের হার ৭৩.০১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।
অন্যদিকে, ২৭টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৫৫৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৩৮৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৯.৪২ শতাংশ। তবে জিপিএ-৫ অর্জন করেনি কেউ।
এ ছাড়া, ৩টি ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ৭১ জন শিক্ষার্থী। পাশ করেছে ৬৮ জন। পাশের হার ৯৫.৭৭ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন পোরশা উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক রায়।
ইএইচ