ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০৬:২৬ পিএম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৫নং কাঁপাশহাটিয়া ইউনিয়নের দৌলতপুর মান্দারতলা থেকে শাখারীদহ বাজার পর্যন্ত খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে খালের দুই ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছিল।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড গতকাল এলাকায় মাইকিং করে দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
তবে আজ (বৃহস্পতিবার) উচ্ছেদ অভিযান চলাকালে কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অভিযান বন্ধের অপচেষ্টা করেন। কিন্তু কর্মকর্তারা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে অভিযান চালিয়ে যান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তারা জানান।
ইএইচ