আলী হাসান, জয়পুরহাট
জুলাই ১০, ২০২৫, ০৬:৩৩ পিএম
বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বেসওয়ার জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আখতার চৌধুরী।
সভাটি সঞ্চালনা করেন বেসওয়া জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু এবং জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
সভায় প্রাক্তন সৈনিকদের কল্যাণে সংগঠনের ভূমিকা, স্থানীয় পর্যায়ে উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ইএইচ