বরিশাল ব্যুরো
জুলাই ১০, ২০২৫, ০৬:৪২ পিএম
বরিশালের অসচ্ছল সংস্কৃতি সেবীদের মাঝে মাসিক কল্যাণ ভাতা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি বরিশালের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের জন্য অসচ্ছল সংস্কৃতি সেবীদের মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তসহ বিভিন্ন সংস্কৃতি কর্মী।
প্রথম দিনে বরিশাল নগরীর ১৬ জন অসচ্ছল সংস্কৃতি সেবীদের মধ্যে ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৯২ হাজার টাকার মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ করা হয়।
ইএইচ