অভয়নগর (যশোর) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫, ০৭:৫৯ পিএম
যশোরের অভয়নগরে শিশু ধর্ষণ চেষ্টায় মতিয়ার রহমান মোল্যা (৫৫) নামে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর রাতে উপজেলার ধোপাদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মতিয়ার রহমান মোল্যা ধোপাদী গ্রামের চালতেতলা দিঘীরপাড়া এলাকার মৃত জামির আলী মোল্যা ছেলে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমার স্বামী সৌদিপ্রবাসী। উপজেলার দেয়াপাড়া গ্রামে আমার ৮ বছরের মেয়েকে নিয়ে বসবাস। গত শনিবার (৫ জুলাই) বিকালে মেয়ে ধোপাদী গ্রামে তার নানীকে দেখতে ২০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। ধোপাদী গ্রামে পৌঁছালে পূর্ব পরিচিত মতিয়ার রহমান মোল্যার সঙ্গে তার দেখা হয়। এ সময় মতিয়ার রহমান মেয়েকে তার নানির কাছে পৌঁছে দেওয়ার কথা বলে সাইকেলে উঠিয়ে স্থানীয় রুহুল আমিনের মাছের ঘেরে নিয়ে যায়। এরপর ঘেরের পাড়ে কলা বাগানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মতিয়ার রহমান পালিয়ে যায়। এ ঘটনার পর মেয়ে বাড়ি ফিরে সবকিছু জানায়।’
তিনি আরো বলেন, ‘মেয়ের মেডিক্যাল পরীক্ষা করানোর পর বুধবার (৯ জুলাই) রাতে আমি নিজে বাদি হয়ে মতিয়ার রহমান মোল্যার নামে অভয়নগর থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছি। আমার ২য় শ্রেণিতে পড়ুয়া মেয়ের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। তার বুকে ও মুখে কামড়ের ক্ষত সৃষ্টি হয়েছে। এ ধরনের অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশায় মামলা দায়ের করা হয়েছে।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘শিশু ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত মতিয়ার রহমান মোল্যাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
ইএইচ