পাবনা জেলা প্রতিনিধি:
জুলাই ১২, ২০২৫, ০৩:২৮ পিএম
জেলা যুবদলের একতরফা কমিটি বাতিলের দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার (১২ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত তিন বছর ধরে কার্যত নিষ্ক্রিয় থাকা দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আবারও কমিটি গঠন করা হয়েছে। এতে আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে।
বক্তারা এই কমিটিকে ‘একতরফা ও অবিচারমূলক’ বলে আখ্যায়িত করে বলেন, ‘এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের উপযুক্ত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। নয়তো আন্দোলন আরও বিস্তৃত হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন— কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আগা মঞ্জরুল ইসলাম, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক বাপ্পি সরদার, সহ-প্রচার সম্পাদক আরজু শেখ, ছাত্রদল নেতা গোলাম মাহবুব সুজন, সজীব, অন্তু, সোহেল রানা, মেহেদী হাসান খাইরুল, তাইজুল ইসলাম, শোভন বিশ্বাস প্রমুখ।
তারা বলেন, ‘আমরা পদ চাই না, সম্মান চাই। যারা মাঠে ছিলেন না, জুলুম-নির্যাতন সহ্য করেননি, তারাই নেতৃত্বে—এটা মেনে নেওয়া যায় না।’
পদবঞ্চিত নেতাকর্মীরা অবিলম্বে কমিটি বাতিল করে আন্দোলনের সাথে সম্পৃক্ত, ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
বিআরইউ