আমার সংবাদ ডেস্ক
জুলাই ১২, ২০২৫, ০৪:৩৩ পিএম
রাজধানীতে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে চলমান সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নওগাঁর ছাত্র-জনতা।
শনিবার (১২ জুলাই) সকালে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শহর—‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের চামড়া খুলে নেবো’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’— এমন শত শত স্লোগানে মুখর ছিল গোটা কর্মসূচি।
সমাবেশে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানজিম বিন বারী। বক্তব্য রাখেন ছাত্রনেতা আরমান হোসেন, সাদনান সাকিব, গণঅধিকার পরিষদের সাকিব হোসেন এবং এনসিপি নওগাঁ শাখার নেতা দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ প্রমুখ।
বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে—এটি শুধু হত্যা নয়, মধ্যযুগীয় বর্বরতা। এমন অপরাধের বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
তারা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ খুন, গুম, নির্যাতনের দায়ে নিষিদ্ধ হতে পারে—তবে বিএনপি কেন নয়? ৯ মাসে দেড়শ খুন—এই দায়ও কম নয়। নওগাঁয় চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
এক বক্তা বলেন, ফ্যাসিস্ট সরকার হটাতে আমাদের সময় লাগেনি। আপনারাও সময়মতো রাস্তায় প্রতিরোধের মুখে পড়বেন, যদি সন্ত্রাস না থামান।
বিআরইউ