গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
জুলাই ১৩, ২০২৫, ০৩:৩০ পিএম
নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ে ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শরীফুল হাসান আরিফের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ খায়রুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, এস. এম. মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, হেনা ইসলাম কলেজের সভাপতি মো. কামরুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, চল্লিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. সাইফুল ইসলাম সবুজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম খান, লক্ষীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
ইএইচ