দিনাজপুর প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৫, ০৪:১৯ পিএম
জিয়া হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের বহির্বিভাগ চালু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জিয়া হার্ট ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও নিজস্ব আয়ে পরিচালিত প্রতিষ্ঠান। ১৯৯২ সালের ১৬ জুন প্রয়াত মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক এমপি এটি প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালের ২৩ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া “জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার” (প্রথম পর্যায়ে ৫০ শয্যা) প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর থেকে পর্যায়ক্রমে ক্লোজ হার্ট সার্জারি, এনজিওগ্রাম, পিটিসিএ, ওপেন হার্ট সার্জারি, শিশু কার্ডিওলজি, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিকস, গাইনী ও অবস, ফিজিওথেরাপি এবং ডেন্টাল বিভাগসহ জরুরি চিকিৎসা সেবা চালু করা হয়।
হৃদরোগ চিকিৎসার পাশাপাশি ‘ওয়ান স্টপ সার্ভিস’ নিশ্চিত করতে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এরই অংশ হিসেবে ২০২২ সালের ১৭ জুন বহির্বিভাগ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফাউন্ডেশনের সভাপতি ডা. হাসনাইন আকতার হক। বর্তমানে বহির্বিভাগে সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা এবং একটি টিকিটে রোগী দুইবার চিকিৎসা নিতে পারবেন। বহির্বিভাগের কার্যক্রম প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু থাকবে। শুক্রবার ও সরকারি ছুটির দিনে এটি বন্ধ থাকবে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখানে মানসম্মতভাবে স্বল্পমূল্যে আল্ট্রাসনোগ্রাম ও প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করানো যাবে। ভবিষ্যতে এখানে “নিরাপদ প্রসব কেন্দ্র” ও “ডে কেয়ার সার্জারি বিভাগ” চালু করার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক (স্বাগত বক্তব্য), আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির এবং নির্বাহী সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বহির্বিভাগের মাধ্যমে স্বল্প খরচে সাধারণ মানুষের কাছে মানসম্পন্ন চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ইএইচ