নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫, ০৩:৪২ পিএম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (এসইডিপি) ‘পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGSI)’ স্কিমের আওতায় টাঙ্গাইলের নাগরপুরে ৩৬ জন কৃতী শিক্ষার্থী এবং ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামরুল হাসান, সহকারী পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ এবং উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩৬ জন শিক্ষার্থীকে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে, শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতির হার, প্রশাসনিক দক্ষতা, সহশিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের বিবেচনায় নির্বাচিত ১৪টি মাধ্যমিক বিদ্যালয়কে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কার বিতরণের সময় মিলনায়তনটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ বলেন, “এই পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টির পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”
ইএইচ