আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
আগস্ট ৬, ২০২৫, ১০:৪৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন প্রধান উপদেষ্টা—এ মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ টাউন হল চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল বলেন, “ড. ইউনূস নির্বাচন কমিশনের পরিবর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন না। এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। আমরা আশা করি, কমিশন খুব দ্রুতই নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। জনগণের ভালোবাসাই আমাদের প্রধান শক্তি। বিজয়ের মূল চাবিকাঠি জনগণের সমর্থন। আমরা এমন কিছু করব না, যাতে সাধারণ মানুষের কষ্ট হয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে যারা সংগ্রাম করে, তারাই বিজয়ী হয়। এরশাদের পতনের সময় বিএনপি আপস করেনি, এবারও করেনি। গত ১৬ বছর ধরে শেখ হাসিনার একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবার জনগণ বিএনপিকেই বিজয়ী করবে।”
সমাবেশ শেষে টাউন হল চত্বর থেকে একটি বিজয় র্যালি বের হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃঞ্চচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনের চেতনায় উজ্জীবিত নেতাকর্মীদের চোখেমুখে ছিল দৃঢ় প্রত্যয়ের দীপ্তি।
বিজয় র্যালিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর আহ্বায়ক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম এবং সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার।
কর্মসূচিকে ঘিরে ময়মনসিংহ শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-প্ল্যাকার্ডে সেজে ওঠে শহরের বিভিন্ন সড়ক। নজরুল ইসলাম খানের বক্তৃতায় বারবার ফিরে আসে তারেক রহমানের প্রতি আস্থা, জনগণের ভালোবাসার শক্তি এবং ত্যাগের রাজনীতির গুরুত্ব।
তিনি বলেন, “আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবও না। এই দেশ, এই গণতন্ত্র আমাদের আদর্শ ও রক্তের ফসল। আন্দোলন-সংগ্রামে জনগণের সমর্থনই আমাদের প্রধান ভরসা।”
এভাবেই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যতের লক্ষ্যে আবারও মুখর হয়ে ওঠে ময়মনসিংহের রাজপথ।
ইএইচ