জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
আগস্ট ৬, ২০২৫, ১০:৫৬ পিএম
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজনে বিশাল বিজয় র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ র্যালিটি চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি মুক্তমঞ্চে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় জড়ো হন।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ঢলে শহরের বাতাস মুখরিত হয়ে ওঠে স্লোগানে স্লোগানে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী ও অবৈধ শাসনামলে’ খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, জুলুম ও দমন-পীড়ন চালানো হয়েছে।
তারা জানান, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাড়িতে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি গ্রামে নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করতে হবে। আর কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া যাবে না। নির্বাচন যেন ফেব্রুয়ারিতেই হয়, আমরা সে দাবি জানাই।”
তিনি আরও বলেন, “ড. ইউনূস যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা পালন করতে হবে। রাজনীতির নামে একটি নতুন দল বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। সন্ত্রাস, লুটপাট ও চাঁদাবাজদের বিচারের দাবি জানাই আমরা।”
সমাবেশ শেষে র্যালিটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ইএইচ