জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
আগস্ট ৬, ২০২৫, ১২:৪২ পিএম
খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি সদর জোনের আয়োজনে জোন সদর দপ্তরের বাগান বিলাশ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম।
এ সময় তিনি বলেন, "আমরা সর্বদা স্থানীয় মানুষের পাশে আছি। বিপদে-আপদে সেনাবাহিনী মানবিক সহায়তা দিয়ে যাবে।"
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলে পাহাড়ি-বাঙালির মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ পূর্বের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সুদৃঢ় হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবার জন্য আর্থিক অনুদান, সেলাই মেশিন ও ত্রাণসামগ্রী প্রদান করা হয়।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাপনে তাৎপর্যপূর্ণভাবে সহায়ক হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইএইচ