সীতাকুণ্ড প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫, ০১:১৪ পিএম
সীতাকুণ্ডে ‘জুলাই বিপ্লব’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পৃথকভাবে বিজয় উৎসব করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা জামায়াতের উদ্যোগে আল্লাহু আকবর ধ্বনিতে স্লোগান দিতে দিতে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
এতে জামায়াত নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অন্যদিকে, বিকেল ৩টায় উপজেলা বিএনপির ব্যানারে প্রায় ১৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়ে র্যালিটি পৌর সদর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবু উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, সদস্য জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরশালিন, কৃষক দলের উত্তর জেলা আহ্বায়ক বদিউল আলম বদরুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, যুবদল ও ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে শেখ হাসিনার বিচার এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
ইএইচ