পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫, ০৬:১৩ পিএম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে কো-অর্ডিনেশন (সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম।
সভা সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দীপান্বিতা।
সভায় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হোসেন, আরডিএস প্রতিনিধি আশরাফুজ্জামান, সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তা রুকশনা, পৌরসভার অফিস সহকারী মেহেদী হাসান, ইউএফপিও আ. জলিল এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহবুবর রশিদ।
সভায় সেপ্টেম্বর মাসে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি ও সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি টাইফয়েড জ্বর প্রতিরোধে করণীয় নিয়েও বিস্তারিত আলোকপাত করা হয়।
ইএইচ