দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫, ০৭:৫২ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে জুলাই শহীদদের রূহের মাগফিরাত, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা ও দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।
এরপর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের নেতৃত্বে বিশাল বিজয় র্যালি ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশ ও র্যালিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, মোজাহারুল ইসলাম, আলহাজ্ব সোলায়মান মোল্লাসহ জেলা বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও অংশগ্রহণ করেন।
ইএইচ