ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
Amar Sangbad

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানিকে জরিমানা

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

আগস্ট ৬, ২০২৫, ০৭:২৩ পিএম

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানিকে জরিমানা

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যদ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখলের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও বাসি মিষ্টি ও জুস রাখার দায়ে আদী ঘোষ মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর শ্রী প্রদীপ কুমার ঘোষকে ১০ হাজার টাকা, ডিজিটাল ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সঞ্জয় কুমার সরকারকে ৩ হাজার টাকা, বিপুল মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, বাদল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং রাশেদ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের অনেক মিষ্টির দোকানদার অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, বাসি ও পচা মিষ্টি বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহসহ নানা অনিয়ম করে আসছে। এ ছাড়া কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। একাধিকবার জরিমানা করলেও তারা তা আমলে নেন না; বরং সামান্য জরিমানা দিয়ে আগের অবস্থায় ফিরে যান।

অভিযানকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুব হোসেন নয়ন, ভূমি অফিসের পেশকার অলোক কুমার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, “জনস্বাস্থ্য এবং ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

ইএইচ

Link copied!