ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad
ডিসি মুফিদুল আলম

নিরাপদ ময়মনসিংহ গড়তে সতর্ক অবস্থানে প্রশাসন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আগস্ট ১০, ২০২৫, ০৬:১৪ পিএম

নিরাপদ ময়মনসিংহ গড়তে সতর্ক অবস্থানে প্রশাসন

ময়মনসিংহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। জেলার ১৪টি থানায় জুলাই মাসে ৪০৯টি এবং জুন মাসে ৪৪৬টি মামলা দায়ের হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়া জেলা ও উপজেলা ভিত্তিক মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সভায় চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনায় আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমন আরও জোরদার করতে হবে। নিরাপত্তা উন্নয়নের জন্য আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।”

সভায় জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খানসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!