ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফেনীতে সড়ক দখল করে বাজার, পথচারীদের চরম ভোগান্তি

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

আগস্ট ১২, ২০২৫, ০৯:২৯ পিএম

ফেনীতে সড়ক দখল করে বাজার, পথচারীদের চরম ভোগান্তি

ফেনী শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে রাতদিন জমজমাট বাজার বসছে। বিক্রেতারা কেউ ভ্যান গাড়িতে, কেউ ঝুড়ি নিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করছেন।

সড়ক দখল করে এসব মালামাল বিক্রির কারণে পথচারী ও যাত্রীদের ভোগান্তির অন্ত নেই। দিনের পর দিন এইভাবে রমরমা ব্যবসা চললেও যেন তা নিয়ন্ত্রণে কেউ নেই।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের ব্যস্ততম ট্রাংক রোডের বড় একটি অংশ এবং ফুটপাত দখল করে ভাসমান বিক্রেতারা মৌসুমী বিভিন্ন জাতের ফল, কাঁচা মরিচ, সবজি, পেঁয়াজ, রসুন, আদা ও মাছসহ নানা পণ্য সাজিয়ে বসেছেন। অনেক ক্রেতাই এসব পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন। মোটরসাইকেল ও রিকশা থামিয়ে ক্রয় করতেও দেখা গেছে।

ট্রাংক রোড ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক ও ফুটপাত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এক ধরনের বাজারে পরিণত হয়। অধিকাংশ বিক্রেতাই বিভিন্ন জেলা থেকে এসে এখানে ব্যবসা করেন।

রাত ৮টার পর শহরের খেজুর চত্বর থেকে দোয়েল চত্বর হয়ে গার্লস স্কুলের গেট পর্যন্ত অস্থায়ী তরকারি বাজার বসে, যা গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে ঘরমুখো মানুষের চলাচলে বিড়ম্বনা দেখা দেয়।

বড় মসজিদের সামনে এক কলা বিক্রেতা জানান, “মামা, এখানে নতুন নয়, মেলার সময় থেকেই বিক্রি করে আসছি।” সড়ক দখলের বিষয়ে তিনি বলেন, “আমি তো একা নই, অনেকেই ব্যবসা করছে।”

এক ক্রেতা জানান, “দামে কম পাওয়ায় এখানে আসি, এছাড়া সব হাতের কাছে পাওয়া যায়।”

ফেনী শহর ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান পিপুল বলেন, ভাসমান এসব দোকানের কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে এবং বাজারের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ফুটপাত ও সড়কের অবৈধ দখলমুক্ত করতে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। তবে এতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

ইএইচ

Link copied!