নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৫, ০৮:৩২ পিএম
তরুণদের ছোট করে ও হেয় করার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
মঙ্গলবার সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ডা. তাসনিম জারা বলেন, ‘নারী রাজনীতিবিদরা এখনো সাইবার বুলিংয়ের শিকার হন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা করি।’
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসঊদ বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া। সেই মুক্তির জন্য আমরা রক্ত ঝরিয়েছি, অভিভাবকদের সঙ্গে নিয়ে রাজপথে লড়েছি।
তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে দেশ বুঝতে পেরেছিল, তরুণদের হাতেই দেশের মুক্তি সম্ভব। যারা বলেন, আমরা “বাচ্চা ছেলে” বলে দেশ চালাতে পারব না—তাদের উদ্দেশে বলতে চাই, চব্বিশের সেই আন্দোলনে আমরাই বুক পেতে রক্ত দিয়েছিলাম।’
এ সময় বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আওয়ামী লীগ প্রশ্নে এক থাকতে হবে। অভ্যুত্থানপন্থী শক্তিকে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। দিল্লির প্রেসক্রিপশনে অভ্যুত্থানের নায়কদের খলনায়ক বানানোর চেষ্টা করছে অনেকে।’
ইএইচ