কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫, ০৯:৪৩ পিএম
কিশোরগঞ্জের করিমগঞ্জে এক প্রসূতি একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ বছর বয়সী নেকলেস বেগম নামে এক প্রসূতি একে একে তিন কন্যা সন্তানের জন্ম দেন। বিয়ের পর এটি তার প্রথম সন্তান প্রসব।
হাসপাতাল সূত্র জানায়, প্রসূতি নিজে জানতেন না যে তার গর্ভে তিনটি শিশু রয়েছে, কারণ তিনি কোনো ডাক্তারি পরীক্ষা বা আল্ট্রাসাউন্ড করাননি।
প্রসূতির স্বামী আলী হোসেন একজন কৃষক। তারা কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী গ্রামের বাসিন্দা।
তিন কন্যা সন্তানের নিরাপদ প্রসব তত্ত্বাবধান করেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) মৌসুমী বেগম এবং মিডওয়াইফ সাবিহা সুলতানা রিংকি।
নার্সরা জানিয়েছেন, মা ও সন্তানরা সবাই বর্তমানে সুস্থ এবং নিরাপদ রয়েছেন। দুপুরের দিকে সন্তানদের নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নেকলেস বেগম।
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, “এ ধরনের নিরাপদ প্রসব আমাদের স্বাস্থ্যসেবার সফলতা। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে প্রত্যেক মায়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়। নবজাতক ও মায়ের সুস্থতা আমাদের অগ্রাধিকার।”
ইএইচ