রাজবাড়ী প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৫, ০৩:১৯ পিএম
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে পিকআপ ভ্যানের চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আমজাদ সরদার (৫০)। তিনি পাংশা পৌরসভার গুদিবাড়ী গ্রামের ফটিক সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, আমজাদ সরদার ভ্যানযোগে পাংশা থেকে কালুখালীর সোনাপুরের দিকে যাচ্ছিলেন। পথে বোয়ালিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পিকআপটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইএইচ