যশোর ব্যুরো
আগস্ট ১৩, ২০২৫, ০৪:০৫ পিএম
যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে গভীর রাতে রেজাউল ইসলাম (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাতের খাবারের পর তিনি বাড়ির ছাদে বসেছিলেন।
রাত ১২টার কিছু পর এক ফোন কলে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হলে প্রায় একশ গজ দূরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে ফেলে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “নিহত রেজাউল যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পরিবারও মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।”
ইএইচ