ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ভীতি তৈরি করতে চট্টগ্রাম বন্দরে ‘বোমা বিস্ফোরণের গুজব’

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

আগস্ট ১৩, ২০২৫, ০৪:৩০ পিএম

ভীতি তৈরি করতে চট্টগ্রাম বন্দরে ‘বোমা বিস্ফোরণের গুজব’

রোববার (১০ আগস্ট) মধ্যরাত দেড়টার পর চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণের গুজব ছড়িয়ে পড়ে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ভাইরাল হয়। 

সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানানো হলেও এ গুজব রাতভর আতঙ্ক সৃষ্টি করে।

চট্টগ্রাম বন্দর সচিব ও মুখপাত্র ওমর ফারুক জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি নিশ্চিত করেন—কোনও বোমা বিস্ফোরণ বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। 

বন্দরের আবাসিক এলাকায় কেউ নিরাপদে ঘুমাতে পারেনি।

বন্দর কর্তৃপক্ষ বুধবার বিকাল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। 

সচিব ওমর ফারুক আরও বলেন, কিছু স্বার্থান্বেষী মহল বন্দরের গুরুত্বপূর্ণ পদায়ন ও নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যার মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে ভীতি তৈরি করা হচ্ছে।

তিনি জানান, চট্টগ্রাম বন্দরের নিয়োগ, পদোন্নতি ও কার্যক্রম সরকারের বিধি-বিধান ও প্রবিধান অনুযায়ী পরিচালিত হয়। বন্দরের সাফল্য—কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে অভাবনীয় রেকর্ডসহ—দেশে ও বিদেশে প্রশংসিত হলেও কিছু মহল ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ সকল কর্মকর্তা ও কর্মচারীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এবং দেশের অর্থনীতির মেরুদন্ড চট্টগ্রাম বন্দরের সুষ্ঠু কার্যক্রম ও উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ইএইচ

Link copied!