ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৫, ০৫:০২ পিএম
'তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা' এ শ্লোগানে ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহের কাঞ্চনগর মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠানটি আয়োজন করে দুদক সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
কাঞ্চনগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন দুদকের সহকারী পরিচালক বজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, সদস্য সুষেন্দু কুমার ভৌমিক, রুহুল আমিন, সাইদুর রহমান ও তরিকুল ইসলাম রনি।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এর আগে স্কুল প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ৮টি বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইএইচ