সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৫, ০৫:৩৫ পিএম
সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও যুবকের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
মৃতদের মধ্যে একজন সাবিনা আক্তার লাকি (৩৫)। তিনি ঢাকার গুপিবাগ এলাকার রুবেল মিয়ার স্ত্রী। আরেক যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
নিহত লাকীর স্বামী রুবেল মিয়া জানান, চারদিন পূর্বে রাতে বড় মেয়ে সুফিয়াকে ঘুমানোর সময় লাকির সঙ্গে সামান্য ঝগড়া হয়েছিল। ভোরে তিনি কাউকে না জানিয়ে তিন মেয়েকে নিয়ে চলে যান।
সকালে পুলিশের ফোন পেয়ে তিনি এসে তার লাশ দেখতে পান। তাদের সংসারে সুফিয়া (১০), সাফা (৯), জান্নাত (৬) ও মো. আমির হামজা (১৭) নামের ছেলে রয়েছে।
অন্যদিকে সকাল ৯টায় নাসিক ১ নং ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী একজন যুবকের মরদেহ পানিতে ভেসে উঠলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মৃত লাকি আক্তারের মরদেহ উদ্ধারকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
তিনি জানান, লাকি আক্তার নিরব নামক এক ব্যক্তির বাসায় ছিলেন। আশপাশের লোকজন জানান, লাকি দীর্ঘদিন ধরে নিরবের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে তার বাসায় যাতায়াত করতেন। লাকির মরদেহ উদ্ধার হলেও নিরব পলাতক রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, লাকির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিরবকে ধরার চেষ্টা চলছে। অপরদিকে ডিএনডি খাল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইএইচ