সিলেট ব্যুরো
আগস্ট ১৪, ২০২৫, ০১:০৬ পিএম
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী। ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা প্রায় ১২ হাজার ঘনফুট পাথর পুনরায় নদীতে ফেলা হয়েছে।
বুধবার রাত ১২টার পর থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান শুরু করে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, পাথর লুটের ঘটনায় গঠিত ছয় সদস্যের কমিটি বুধবার রাতে যৌথবাহিনীর সহায়তায় অভিযান চালায়। এতে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে ভোলাহাটের সাদা পাথর এলাকা ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে অনুষ্ঠিত জরুরি সমন্বয় সভায় পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনীর দায়িত্ব পালনেরও সিদ্ধান্ত হয়।
অভিযানে ধলাই নদীর তীরে স্তূপীকৃত পাথর জব্দ করে ফের প্রতিস্থাপন করা হয়। এছাড়া রাত ১২টার পর থেকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট এলাকা ও সিলেট ক্লাবের সামনে চেকপোস্ট বসিয়ে কয়েকটি ট্রাক আটক এবং পাথর জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, সাদা পাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট বসানো ও অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।