ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সিলেটে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

আগস্ট ১৪, ২০২৫, ০১:৪৯ পিএম

সিলেটে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করেছে।

অভিযানে প্রায় ১৩০টি যানবাহন তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। 

উদ্ধারকৃত পাথর পুনরায় ধলাই নদীতে ফেলার কাজ চলছে। বিষয়টি সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত পাথরের বড় অংশ নদীতে ফেরত দেওয়ার মাধ্যমে ধলাই নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার করা হবে। একই সঙ্গে পাথর লুটে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকায় প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে। সম্প্রতি লুটপাটের মাত্রা এতটাই বেড়েছে যে ধলাই নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে উত্তোলিত সব পাথর উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনা না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে এই অভিযান চলমান থাকবে। পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

ইএইচ

Link copied!