পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫, ০৬:৫১ পিএম
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে রোববার সিটি ব্যাংক পিএলসির উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক রংপুর বিভাগীয় এজেন্ট ব্যাংকিং শাখার রিজিওনাল ম্যানেজার মোনিবুর রহমান কাজল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, “বৃক্ষ শুধু ছায়া দেয় না, প্রাণও দেয়। আজ শিক্ষার্থীদের হাতে যেসব গাছের চারা তুলে দিচ্ছি, সেগুলো একদিন হবে সুস্থ পৃথিবীর ভরসা।”
অনুষ্ঠানে রংপুর শাখার এরিয়া ম্যানেজার হাসান মাহাবুব, গাইবান্ধা শাখার মনিটরিং অফিসার শাহরিয়ার ইসলাম, পলাশবাড়ী শাখা ম্যানেজার সাদেকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোবাইদুল ইসলাম প্রধান।
কর্মসূচি শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে চারা রোপণ করে পরিবেশ রক্ষায় অঙ্গীকার প্রকাশ করেন।
বিদ্যালয় প্রাঙ্গণে আম, লিচু, আমড়া, মাল্টা, নিম, মেহগনিসহ নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। প্রত্যেকটি চারা আগামীতে বিদ্যালয় আঙিনায় সবুজায়নের প্রতীক হয়ে নতুন স্বপ্ন দেখাবে।
ইএইচ