বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ
আগস্ট ১৭, ২০২৫, ০৮:০২ পিএম
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় পদ্মার ভয়াবহ ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আগামী দুই দিনের মধ্যে ভাঙনরোধে ব্যবস্থা না নিলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
রোববার দুপুর ১২টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি ঘাটের আরসিএল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে কয়েকশ নারী-পুরুষ দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পদ্মার ভাঙনে পাটুরিয়া ফেরিঘাটসহ আশপাশের এলাকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে পাটুরিয়া লঞ্চঘাট ও ৪ ও ৩ নম্বর ফেরিঘাটের অংশবিশেষ নদীতে বিলীন হয়ে গেছে।
শুধু ঘাট নয়, তিন দিনের ভাঙনে ঘাট সংলগ্ন ধুতুরা বাড়ি, তেঘুরি ও বড়রিয়া গ্রামের অন্তত ২৭টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। অথচ ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, বর্তমানে পাটুরিয়ার তিনটি ফেরিঘাটই হুমকির মুখে। এর মধ্যে ৪ নম্বর ঘাটে ভাঙনের তীব্রতা বেশি। তীব্র স্রোতের কারণে ৫ নম্বর ঘাট বন্ধ রাখা হয়েছে। ভাঙনের কারণে ফেরিতে লোড-আনলোডে সমস্যা তৈরি হয়েছে এবং যানবাহন পারাপারে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, “ভাঙনরোধে জোরালো পদক্ষেপ নেওয়া জরুরি।”
বিআইডব্লিউটিএর আরিচা নদীবন্দরের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র দেবনাথ জানান, ফেরিঘাটের পন্টুন রক্ষা করা তাদের দায়িত্ব। এর অংশ হিসেবে রোববার পর্যন্ত ২ হাজার ৭০০ বস্তা জিও ব্যাগ ফেলা হয়েছে। তবে নদী এলাকার বাড়িঘর রক্ষার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তাদের বিষয়টি জানানো হয়েছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ঘাটের ২ কিলোমিটার এলাকা রক্ষার দায়িত্ব বিআইডব্লিউটিএর। তারপরও তাদের কারিগরি ও অন্যান্য সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তবে এ বিষয়ে এখনো কোনো উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই আমরা কাজ শুরু করবো।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস. এম. আশিকুজ্জামান বলেন, দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া ঘাট রক্ষায় বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করবে। শিগগিরই এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইএইচ