সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫, ০৭:৪৯ পিএম
সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে—এমন একটি ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।
বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসন লিখিতভাবে স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভ্রান্তিকর পোস্টটি নজরে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পোস্টে প্রশাসনের সঙ্গে যোগাযোগের কথা বলা হলেও এ বিষয়ে কেউ যোগাযোগ করেনি।
প্রশাসন জানায়, চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত বিভিন্ন মন্দির উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। বিশ্বের নানা প্রান্ত থেকে পুণ্যার্থী এখানে পূজা-অর্চনা করতে আসেন। দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন কোনো কর্মকাণ্ডকে সীতাকুণ্ডবাসী সমর্থন করে না।
রোববার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমানসহ প্রশাসনের একটি টিম চন্দ্রনাথ ধাম এলাকা পরিদর্শন করেন।
এ সময় মসজিদ নির্মাণের কোনো উদ্যোগের প্রমাণ পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে জানায়, চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি।
সোশ্যাল মিডিয়ায় গুজব, প্রোপাগান্ডা বা অপপ্রচার ছড়িয়ে সীতাকুণ্ডের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রশাসন অনুরোধ করেছে, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে। ধর্ম-বর্ণের ভিন্নতা যেন বিভেদের কারণ না হয়ে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
ইএইচ