দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫, ০৭:১৬ পিএম
দিনাজপুরের জীবন মহল পার্ক (হোয়াইট হাউস) রিসোর্টে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে।
তাদের মধ্যে রিসোর্টের মালিকপক্ষসহ অন্যান্য ব্যক্তি রয়েছেন। অভিযানের পর আটক আসামিদের নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন— জীবন মহল পার্ক মালিকপক্ষ মো. শাহিন (৩৭), সাহানাজ (৩০), জাকির (৩৮), শারমিন আক্তার (২৮), মোহাম্মদ আব্দুল হালিম (৩৫), মোহাম্মদ মোস্তাক আলী (৩৫) এবং মোহাম্মদ মিজানুর রহমান (৪৮)।
শনিবার রাতে বিরল উপজেলার জীবন মহল পার্ক রিসোর্টে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসেনের নেতৃত্বে সদর সার্কেল, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান ও বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তারের সহযোগিতায় সাত ঘন্টা ধরে রিসোর্টে অভিযান পরিচালিত হয় এবং আসামিদের অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি মোবাইল কোর্টের মাধ্যমে অনুমোদনবিহীন মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্য আসামিদের অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে নগদ অর্থ ও বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ইএইচ