জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
আগস্ট ১৮, ২০২৫, ০৫:২১ পিএম
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে র্যালি, আলোচনা সভা ও সেরা মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, মৎস্যচাষী আব্দুর রহমানসহ বিভিন্ন এলাকার মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাটিরাঙ্গা উপজেলার মৎস্যচাষে যে সাফল্য অর্জন হয়েছে তা স্থানীয় চাহিদা মেটিয়ে ঢাকা ও চট্টগ্রাম রপ্তানি সক্ষম। মিঠা পানির মৎস্য উৎপাদনে জেলা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া ফরমালিন মুক্ত মাছ ক্রয়ে সাধারণ জনগণ সচেতন থাকার আহ্বান জানানো হয়।
উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান, রুবেল মিয়া ও জাকির হোসেন।
প্রধান অতিথি নার্গিস সুলতানা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্যখাতের অবদান অপরিসীম। উন্মুক্ত জলাশয় ও সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ তিন মৎস্যচাষীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ইএইচ