ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ঈশ্বরগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালার ব্যাপক ক্ষতি

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

আগস্ট ১৮, ২০২৫, ০৬:২৯ পিএম

ঈশ্বরগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালার ব্যাপক ক্ষতি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি ও পান বরজ লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জাটিয়া ও সোহাগী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঝড় বয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর, ঘাগড়াপাড়া, মাঝিয়াকান্দি এবং সোহাগী ইউনিয়নের চট্টি ও মনোহরপুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ চাপা পড়া এবং টিনের চালা উড়ে যাওয়ার কারণে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া বহু গাছপালা উপড়ে পড়া ও বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় ওইসব গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাস্তায় গাছ ভেঙে পড়ায় যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন- জাটিয়ার নিজতুলন্দর গ্রামের সুরুজ আলী, নুরুল ইসলাম, আব্দুর রহিম, আবু সিদ্দিক ও ইদ্রিস আলী—যাদের অন্তত ৮টি ঘর সম্পূর্ণ ভেঙে গেছে। সোহাগীর মনোহরপুর গ্রামের রিপন, শাহ্ নেওয়াজ ও সিরাজুল ইসলামের ঘরবাড়িও ঝড়ে ধ্বংস হয়েছে।

এছাড়া ঘাগড়াপাড়ার পানচাষী আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, সানাউল্লাহ ও আতাউর রহমানের প্রায় এক একর পান বরজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা অনুমান করছেন, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি হবে।

নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি গাছ ভেঙে বিদ্যালয়ের ওয়াশ ব্লকও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পরাপারা মোড়ে ঝড়ের আঘাতে বনজ বাগান ও রাস্তার পাশের বড় বড় গাছপালা উপড়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, “ঝড়ে ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

ইএইচ

Link copied!