মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫, ০৭:৪৫ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী লতিফ মিয়া পলাতক রয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনায় নিহত হয়েছেন রোজী বেগম। তিনি একই ইউনিয়নের মুচির চালা গ্রামের হাসমত আলীর কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জেরে রোজী বেগম তিন দিন আগে বাবার বাড়ি চলে গিয়েছিলেন। রোববার বিষয়টি মিমাংসা হওয়ার পর তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। কিন্তু সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
ইএইচ