মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার
আগস্ট ১৮, ২০২৫, ০৫:৫১ পিএম
মৌলভীবাজার শহরের আলোচিত ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডের মূল আসামি জুহেল মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
জুহেল মিয়া বা জুয়েল, শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের সুহেল মিয়ার ছেলে। পুলিশের পক্ষ থেকে তার দেখানো স্থানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জানান, ৭ আগস্ট সন্ধ্যায় শহরের শমসেরনগর রোডের এফ রহমান ট্রেডিং নামের হার্ডওয়ার ও স্টেশনারি দোকানে দুর্বৃত্তরা প্রবেশ করে দোকানমালিক রুবেলকে বারবার আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
পরে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করে। ঘটনার স্থান পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার এবং সিসিটিভি ও অন্যান্য ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অটোরিকশা শনাক্ত করা হয়। রিকশাচালকের সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়।
অবশেষে ১৭ আগস্ট শ্রীমঙ্গল উপজেলার নিজ বাড়ি থেকে জুহেলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুহেল স্বীকার করেছে, সে পূর্বে একটি মিষ্টির দোকানে কাজ করত, বর্তমানে বেকার ও হতাশাগ্রস্ত ছিল। পারিবারিক আর্থিক সংকটের কারণে সে ছিনতাই পরিকল্পনা করে। ৭ আগস্ট বিকেলে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে, মালামাল কেনার অজুহাতে রুবেলকে ভেতরে নিয়ে গিয়ে ছুরি দিয়ে হত্যা করে। এরপর ক্যাশ বাক্স থেকে মাত্র ১ হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
ইএইচ