মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)
আগস্ট ১৮, ২০২৫, ০৬:১৫ পিএম
মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলার মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলায় দেশি মাছ চাষের ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সেরা মৎস্য চাষি সম্মাননা পেয়েছেন ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন।
সোমবার সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শাহিনকে এই সম্মাননা প্রদান করা হয়।
শাহিনুর রহমান শাহীন বলেন, তিনি ২০০২ সাল থেকে ভাঙ্গুড়া উপজেলার তিন বিঘা জমিতে পাবদা চাষ করে আসছেন। এতে লাভের পাশাপাশি ক্ষতির সম্ভাবনা কম এবং পরিবেশেরও ক্ষতি কম।
তিনি জানান, পূর্বে দেশি মাছ চাষের সঙ্গে ভাইরাস, প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা মহামারির কারণে চাষিরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। লবণ পানি জমিতে প্রবেশের কারণে পরিবেশেরও ক্ষতি হচ্ছিল। এ পরিস্থিতি বিবেচনা করে তিনি ভাঙ্গুড়া মৎস্য অধিদপ্তরের পরিকল্পনায় পাবদা চাষ শুরু করেন, যাতে অন্য চাষিরাও অনুপ্রাণিত হন। তিনি আরও জানান, পাবদা ঘেরের আইলে মিশ্র সবজি চাষ করে অতিরিক্ত আয়ও সম্ভব।
শাহিন জানান, বর্তমানে তার ১৫ বিঘা জমিতে গলদা ও বাগদা দেশি চাষ হচ্ছে। পর্যায়ক্রমে তিনি গলদা ও বাগদা চাষ কমিয়ে পাবদা চাষ বৃদ্ধি করার পরিকল্পনা করছেন। যদিও গলদা ও বাগদা থেকে পাবদা চাষে লাভ কম, তবে ঝুঁকি কম এবং মিশ্র চাষের মাধ্যমে অতিরিক্ত আয় হওয়ায় কৃষকরা লাভের ঘাটতি পূরণ করতে পারবে।
ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “উপজেলা পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাবদা চাষ প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজনীতিবিদ হওয়ায় তরুণ ও যুব সমাজের কাছে শাহিনের জনপ্রিয়তা রয়েছে। তাই তাকে দিয়ে প্রদর্শনীটি পরিচালনা করা হয়েছে, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়। পরিবেশ ও ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের লোকসান কমানোর জন্য পাবদা চাষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, ভাঙ্গুড়া উপজেলা থেকে শাহিনসহ আরও একজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অপরদিকে, সেরা মৎস্য চাষি সম্মাননা পাওয়ায় শাহিনকে ভাঙ্গুড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ভাঙ্গুড়া প্রশাসন ও মৎস্য অধিদপ্তরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন— উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা, মুন্ডুতোষ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানাসহ অন্যান্য নেতা-কর্মীরা।
ইএইচ