বাঘাইছড়ি প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫, ১০:৩৮ এএম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ১৯৪ কার্টুন বিদেশি ORIS সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বুধবার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার উগলছড়ি নামক স্থান হতে সুবেদার মো. মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৯৪ কার্টুন বিদেশি ORIS সিগারেট জব্দ করা হয়। পরবর্তীতে কার্টুনগুলো খুলে ১৯৪০ প্যাকেট বিদেশি ORIS ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার সিজার মূল্য- ৩,৮৮,০০০/- (তিন লক্ষ আটাশি হাজার) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচআর