পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫, ০১:২৩ পিএম
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্য চকলেট, ঔষধ, পারফিউম) জব্দ করা হয়েছে।
বুধবার রাত পৌনে ১২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জির নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মো. আশেক এলাহি এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য (চকলেট, ঔষধ, পারফিউম) জব্দ করা হয়েছে।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানা গেছে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮,১৮,২৬০.০০ টাকা। আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি, বলেন, অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
জেএইচআর