কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫, ০২:২৫ পিএম
যে বয়সে দৌড়ঝাঁপ ও খেলাধুলায় মেতে ওঠার কথা, সেই বয়সে বিছানায় বা ঘরবন্দি জীবন কাটাচ্ছে সাত বছরের শিশু মুকাব্বির হোসেন রানা।
জন্ম থেকেই মাথায় টিউমার নিয়ে বেড়ে ওঠা এ শিশুর স্বাভাবিক জীবন এখন থমকে গেছে। অর্থাভাবে সঠিক চিকিৎসা না পাওয়ায় দিন দিন বড় হচ্ছে তার মাথার টিউমার।
মুকাব্বিরের বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর শুনই গ্রামে। সে আ. হান্নান ও নাছিমা আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান।
সম্প্রতি মুকাব্বিরের বাড়িতে গেলে দেখা যায়, সে উঠোনে সমবয়সী শিশুদের সঙ্গে ফুটবল খেলতে চেষ্টা করছে। বড়সড় টিউমারের কারণে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও আনন্দ খুঁজে বেড়ায়। প্রশ্ন করলে সে হাসিমুখে উত্তর দেওয়ার চেষ্টা করে। তবে তার হাসির আড়ালে যেন লুকিয়ে আছে অবর্ণনীয় যন্ত্রণা।
পিতা আ. হান্নান জানান, জন্মের পর থেকেই মাথায় ছোট একটি গুটি ছিল। বয়স ৯ মাসে তা বড় হতে শুরু করে। পরে চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু দিনমজুরির আয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া পরিবারটির পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হয়নি।
শিশু মুকাব্বির জানায়, সে মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে চায় এবং বড় হয়ে কিছু করতে চায়।
প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, দরিদ্রতার কারণে পরিবারটি শিশুটির চিকিৎসা করাতে পারছে না। সরকার বা কোনো বিত্তবান ব্যক্তি যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো মুকাব্বির সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন জানান, শিশুটি জন্মগতভাবে টিউমার নিয়ে জন্মেছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিশেষায়িত হাসপাতালে নেওয়া প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিবারকে পরামর্শ ও সহযোগিতা দেবে।
ইএইচ