Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯

২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক

জুন ৩০, ২০২২, ০৯:৪৫ পিএম


২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়েছে। 

শুক্রবার (১ জুলাই) থেকে এ বাজেট কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়।

এর আগে গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করেন। এরপর বাজেটের ওপর টানা ১৬ দিন আলোচনা হয়। এবারের বাজেট বিলে ১৭টি সংশোধনী গৃহীত হলেও সেগুলো মূলত ভাষাগত পরিবর্তন। এছাড়া প্রস্তাবিত বাজেটে তেমন কোনো সংশোধনী আনা হয়নি।

আমারসংবাদ/এবি