Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ব্যাংকগুলোকে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের নির্দেশ

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৬:৪৫ পিএম


ব্যাংকগুলোকে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের নির্দেশ

ব্যাংকগুলোকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩' উদযাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছরের ন্যায় আগামি ৫ ফেব্রæয়ারি দেশব্যাপী 'জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩'  যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বছর জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’।’

সার্কুলারে গ্রন্থাগার সেবা কার্যক্রমকে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তৃণমূল পর্যায়ে স¤প্রসারিত করে পাঠক সেবা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকসমূহের গ্রন্থাগারে ৫ ফেব্রুয়ারি  ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩' যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশন দেয়া হয়েছে। 

এবি

Link copied!