আমার সংবাদ ডেস্ক
মে ১৬, ২০২৫, ০৪:৪২ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ১৬, ২০২৫, ০৪:৪২ পিএম
আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। সবশেষ সপ্তাহজুড়ে যেমন কিছু মুদ্রা স্থিতিশীল ছিল, আবার দামে উত্তরণ-অবনমনও হয়েছে অনেক মুদ্রায়। মার্কিন ডলার স্থিতিশীল থাকলেও কমেছে বেশিরভাগ মুদ্রার বিনিময়মূল্য।
এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী গেল সপ্তাহে মার্কিন ডলার সর্বোচ্চ ১২২ টাকায় অপরিবর্তিত রয়েছে। বুধবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ ১৬৪ টাকা ৮১ পয়সায়। বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিলো ১৬৪ টাকা ৪১ পয়সা।
কমেছে ইউরোর দর। সপ্তাহের প্রথম কার্যদিবস সর্বোচ্চ ১৩৯ টাকা ৪২ পয়সা দরে বিনিময় হয় মুদ্রাটি। সর্বনিম্ন দর ছিলো মঙ্গলবার ১৩৯ টাকা ৮৯ পয়সা।
সামান্য কমেছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়মূল্য। সর্বোচ্চ দর ছিলো বুধবার ৭৯ টাকা ০১ পয়সা। সর্বনিম্ন ছিল ৭৮ টাকা ০৯ পয়সা।
এছাড়া, কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর-ও। সোমবার মুদ্রাটির সর্বোচ্চ দর ছিলো ২৮ টাকা ৪১ পয়সা। বুধবার বিনিমিয়মূল্য ছিলো সর্বনিম্ন ২৮ টাকা ২০ পয়সা।
বিআরইউ