Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৯, ২০২৫, ১২:৫২ এএম


ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

চলমান হজ কার্যক্রম, বিমান সংকট ও ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই ও পরবর্তী তারিখে যেসব যাত্রী ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট কেটেছেন, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সম্পূর্ণ অর্থ ফেরত (ফুল রিফান্ড) পাবেন।

এ বিষয়ে যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-নারিতা রুটটি বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি আকাশপথ সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। ফ্লাইট স্থগিতের এ ঘোষণায় যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এই রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইএইচ

Link copied!