ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

হলে না থেকেও ফি দিতে হচ্ছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজ প্রতিনিধি

আগস্ট ২, ২০২২, ০২:১১ পিএম

হলে না থেকেও ফি দিতে হচ্ছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের

হলে থাকেন না তবুও ফি দিতে হচ্ছে ঢাকা কলেজের অন্তত অর্ধশত শিক্ষার্থীকে। ফরম ফিলাপের সময় গুনতে হচ্ছে অতিরিক্ত পাঁচ-ছয় হাজার টাকা। এ বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করে ও কোন শুরাহা করতে পারেনি এসব শিক্ষার্থী। ফি পরিশোধ না করলে পরীক্ষা দিতে দেওয়া হবে না, কতৃপক্ষ এমনটাই জানিয়েছে বলে অভিযোগ ভূক্তভোগী শিক্ষার্থীদের।

করোনার সময় দ্রুত টিকা নেওয়ার জন্য ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসে ঠিকানা ব্যবহার করে আবেদন করেছিলেন ২০১৯-২০ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। যদিও একদিনের জন্যও হলে থাকা হয়নি তার। তবে পরীক্ষার ফরম ফিলাপ করতে এসে দেখেন অতিরিক্ত হল ফি এসেছে ৩ হাজার টাকা। বিষয়টি ডিপার্টমেন্ট চেয়ারম্যানকে জানালে তিনি অধ্যক্ষ বরাবর দরখাস্ত দেওয়ার পরামর্শ দেন। পরে তিনি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সুপারিশসহ অধ্যক্ষ বরাবর দরখাস্ত করেন। কিন্তু এতে কোন কাজ হয়নি।

সাইফুল ইসলাম বলেন, অধ্যক্ষ স্যারের পিয়নের মাধ্যমে দরখাস্ত টি পাঠানোর পর আমাদের সমস্যার কোন সমাধান করা হয়নি। পরে বাধ্য হয়েই আমি এবং আমার ১০-১২ জন বন্ধু তিন হাজার টাকা করে হল ফি পরিশোধ করেছি।

আরেক ভুক্তভোগী শিক্ষার্থী জিহাদুল হক (১৮-১৯ ব্যাচ) বলেন, অনেক শিক্ষার্থী হলের নাম বলে টিকা আবেদন করলেও আমি সেটা করিনি। আমি আমার গ্রাম থেকে এনআইডি কার্ড দিয়ে টিকার জন্য আবেদন করি এবং সেখান থেকে আমি টিকা গ্রহণ করি। তারপরও উত্তর ছাত্রাবাসের নামে আমার হল কার্ড হয়ে যায় এবং হল ফি চলে আসে, এটা কিভাবে হলো ভুক্তভোগী শিক্ষার্থী জানেন না। ভুক্তভোগী শিক্ষার্থী (জিহাদুল হক) ডিপার্টমেন্ট চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি এটি হল প্রভোস্টের সমস্যা বলে জানান।

এ বিষয়ে উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট সহকারি অধ্যাপক ওবাইদুল করিম বলেন, কোভিড চলাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থীর দ্রুত টিকা দেওয়ার জন্য হলের ঠিকানা ব্যবহার করেছে। ওই শিক্ষার্থীদেরই হল ফি এসেছে। এই ফর্মগুলো আমরা মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় দিয়েছি। তাই তাদের হল ফি পরিশোধ করতে হচ্ছে বলেও জানান তিনি।

আর নাম প্রকাশে অনিচ্ছুক একজন হল প্রভোস্ট বলেন,  হলে অনেক শিক্ষার্থী নিজেদের নাম ব্যবহার না করে ডিপার্টমেন্টের অন্য শিক্ষার্থীদের নাম ব্যবহার করেছে। ওই শিক্ষার্থীরা ছাত্র নেতাদের ছত্রছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না। যার কারণে প্রতিবছর এমন সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মঈনুল হোসেন বলেন, বিষয়টি হলের প্রভোস্টরা দেখছেন। কোন শিক্ষার্থীরা হলে থাকেন আর কারা থাকেন না এটা তাদের কাছেই তথ্য রয়েছে। তাই হল প্রভোস্টরা যে সিদ্ধান্ত নিবেন সেটাই চূড়ান্ত। এ বিষয়ে কোন হস্তক্ষেপ করবেন না বলেও জানিয়েছেন তিনি।

কেএস 

Link copied!