Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্লেষণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০১:০৮ পিএম


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্লেষণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

রাজধানীর  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভূ-রাজনৈতিক প্রভাব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেমিনারটি আয়োজন করে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস্ ক্লাব’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার এয়ার কমোডর (অব.)  ইশফাক ইলাহী চৌধুরী৷ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস্ ক্লাব এর মডারেটর সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য কারণ, ভূরাজনৈতিক অবস্থান, কূটনৈতিক অবস্থান এবং যুদ্ধের প্রভাব বিশ্লেষণ করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত দুইশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস্ ক্লাব এর সহ-সভাপতি  মো.তানভীর আহমেদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক কারণ, এর অর্থনৈতিক প্রভাব নিয়ে শিক্ষার্থীদের ধারনা দিতে এই সেমিনারের আয়োজন করা হয় ৷ ক্লাবের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এই সেমিনারের আয়োজন করেছি এতে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো।

এআরএস

Link copied!