Amar Sangbad
ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪,

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় জাবি উপাচার্যের শোক

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৪:২০ পিএম


বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় জাবি উপাচার্যের শোক

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নিহত সকলের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

রোববার (৩ মার্চ) এক শোক বার্তায় উপাচার্য আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সাথে তিনি আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

এছাড়া উপাচার্য শোক বার্তায় এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানপূর্বক দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের একটি বহুতল বাণিজ্যিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এআরএস

Link copied!