ববি প্রতিনিধি:
জুলাই ৫, ২০২৫, ০১:৫৬ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কয়েক মাস পার হলেও কাজের অগ্রগতি নেই বললেই চলে। মাঠে মাটি ফেলা শুরু হলেও এখনো তা স্তূপ আকারে পড়ে রয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে মাঠে উন্নতমানের মাটি ফেলে সমতলকরণের কাজ শুরু হয় চলতি বছরের মে মাসের শেষ দিকে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ৩০০ গাড়ি মাটি ফেলার কথা থাকলেও এখন পর্যন্ত ফেলা হয়েছে মাত্র ৬০–৭০ গাড়ি। ফলে পুরো মাঠজুড়ে অসম মাটির স্তূপে ভরে আছে এক সময়ের প্রাণচঞ্চল খেলার জায়গাটি।
শিক্ষার্থীরা বলছেন, মাঠটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলাধুলার জায়গা হলেও তা বর্তমানে অকার্যকর। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকলেও যে পরিমাণ মাটি ফেলা হয়েছে, তার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান সিফাত বলেন, আমরা খেলাধুলা করার মতো আর কোনো জায়গা পাই না। হল টুর্নামেন্টের ইনডোর অংশ শেষ হলেও আউটডোর খেলা শুরু করা যাচ্ছে না মাঠের এই অবস্থার কারণে। এটা খুব হতাশাজনক।
অভিযোগ রয়েছে, মাঠে ফেলা হচ্ছে নিম্নমানের বালুযুক্ত মাটি, যা ভবিষ্যতে মাঠের টেকসই ব্যবহারে বাধা সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার উপ-প্রকৌশলী মুরশিদ আবেদীন বলেন, বৃষ্টির কারণে ঠিকাদার আশপাশের এলাকা থেকে মাটি সংগ্রহে সমস্যায় পড়েছেন। তবে মাঠ সংস্কারে তিন মাস সময় নির্ধারণ করা হয়েছে, যা শেষ হবে আগামী ১৮ আগস্ট।
তবে শিক্ষার্থীদের প্রশ্ন—যেখানে একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন ধরে অচল, সেখানে বর্ষা মৌসুম মাথায় রেখেই কেন কাজ শুরু হলো?
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা দ্রুত মাঠ সংস্কারের কাজ শেষ করে খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
বিআরইউ