ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৫, ০৩:২০ পিএম

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উপলক্ষে দিনব্যাপী একটি বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দূরদূরান্ত থেকে আগত গবাদিপশু ও পোষাপ্রাণির চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি খামারিদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন টিচিং ভেটেরিনারি চিফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. মো. সেলিম আহাম্মদ, মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. দিব্যেন্দু বিশ্বাস এবং সহকারী অধ্যাপক ডা. এস এম হানিফ।

চিকিৎসা কার্যক্রমে ভেটেরিনারি ডিসিপ্লিনের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে।

চিফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. মো. সেলিম আহাম্মদ বলেন, “শিক্ষার্থীরা এ ধরনের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ এবং সেবামূলক মানসিকতা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।”

মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. দিব্যেন্দু বিশ্বাস বলেন, "খামারিদের কল্যাণে আমরা নিয়মিত এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করে থাকি। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম আয়োজকদের এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের মানবিক ও যোগ্য ভেটেরিনারিয়ান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। গবাদিপশু ও প্রাণিসম্পদ উন্নয়নের জন্য এমন সেবামূলক কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয়।”

ক্যাম্পেইনের মাধ্যমে শতাধিক গবাদিপশু ও পোষাপ্রাণির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয় এবং খামারিদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাণিসম্পদ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মহতী আয়োজনে অংশ নেওয়া হয়।

ইএইচ

Link copied!