Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

শিক্ষার্থীদের ক্ষোভ

শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে বন-লেক উজাড় করে চারুকলা ভবন নির্মাণ

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মে ১৯, ২০২৫, ০৫:৩০ পিএম


শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে বন-লেক উজাড় করে চারুকলা ভবন নির্মাণ

বন ও লেক উজাড় করে, অতিথি পাখির আবাসস্থল ধ্বংস করে এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) ছাড়াই নিয়ম লঙ্ঘন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলসংলগ্ন এলাকায় চারুকলা ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে। একইসঙ্গে, আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করায় চারুকলা বিভাগের শিক্ষার্থীদের বিচারের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, গত ১৭ মার্চ বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে ভবনটি হলসংলগ্ন স্থান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। নিয়ম অনুযায়ী, সিন্ডিকেটের সিদ্ধান্ত ৬ মাসের মধ্যে অপরিবর্তনযোগ্য হলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সিদ্ধান্ত লঙ্ঘন করে একই স্থানে পুনরায় ভবন নির্মাণের অনুমোদন দেয়।

তাদের অভিযোগ, প্রকল্প পরিচালক ময়েজ উদ্দিন ভবনের ডিজাইনের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (DPP) জালিয়াতি করেছেন। নিয়ম অনুযায়ী, যেকোনো প্রকল্প বাস্তবায়নের আগে EIA বাধ্যতামূলক হলেও এই প্রকল্পে তা মানা হয়নি।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আন্দোলনের মুখে প্রশাসন ভবন নির্মাণ সাময়িকভাবে বন্ধ করলেও গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষার্থীরা অনুপস্থিত থাকার সুযোগে, ছাত্রলীগ ও চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় প্রায় দেড় শতাধিক গাছ কেটে বন উজাড় করা হয় এবং অতিথি পাখিদের অন্যতম আশ্রয়স্থল ‘বার্ডস লেক’ ভরাট করে নির্মাণকাজ শুরু করা হয়।

গত ১৪ মে, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থীরা উক্ত স্থানে গাছ রোপণ করতে গেলে, চারুকলা বিভাগের কিছু শিক্ষার্থী তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ ভাষায় উসকানিমূলক আচরণ করে বলেও অভিযোগ করা হয়।

শিক্ষার্থীরা জানান, হলের আবাসিক পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ভবনটি অন্যত্র স্থানান্তরের দাবি ও চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আচরণের বিচার দাবি করে তারা আন্দোলন করছেন।

এই দাবির পরিপ্রেক্ষিতে বিকাল ৪টায় বিষয়টি নিয়ে পুনরায় আলোচনার জন্য মিটিং ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইএইচ

Link copied!